ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন ফেদেরার

ফ্রেঞ্চ ওপেন এলেই যেন কিছু একটা হয়ে যায় রজার ফেদেরারের। এবার অস্ত্রোপচার হয়েছে তার হাঁটুতে। তাই খেলতে পারছেন না এবারের আসরে। এই নিয়ে সবশেষ পাঁচ বছরে চতুর্থবারের মত ফ্রেঞ্চ ওপেন খেলতে পারছেন না সুইস এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 12:52 PM
Updated : 20 Feb 2020, 12:52 PM

বুধবার তার ডান পায়ের হাঁটুতে করা হয়েছে অস্ত্রোপচার। বেশ কিছুদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী ফেদারার জানিয়েছেন, চিকিৎসকরা তার পুরোপুরি সেরে ওঠা নিয়ে আশাবাদী।

“সব প্রক্রিয়া শেষে চিকিৎসক নিশ্চিত করেছেন, এটা (অস্ত্রোপচার) করাই সঠিক কাজ ছিল।”

আগামী ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে এবারের ফ্রেঞ্চ ওপেন। এটির পাশাপাশি দুবাই, ইন্ডিয়ান ওয়েলস, বোগোতা ও মায়ামি টুর্নামেন্টেও খেলতে পারবেন না ফেদেরার।