‘বিশেষ সুযোগে’ ব্রাথওয়েটকে কিনল বার্সা

জরুরি ভিত্তিতে খেলোয়াড় কেনার সুযোগে লেগানেস থেকে ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 11:47 AM
Updated : 20 Feb 2020, 11:47 AM

ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটে ছয় মাসের জন্য ছিটকে যাওয়ায় দলবদলের নির্ধারিত সময়সীমার বাইরে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এই সুযোগ দেয় লা লিগা কর্তৃপক্ষ।

২৮ বছর বয়সী এই ড্যানিশকে পেতে তার রিলিজ ক্লজের পুরো ১৮ মিলিয়ন ইউরো খরচ হয়েছে বলে বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে জানায় বার্সেলোনা। নতুন ক্লাবের সঙ্গে ব্রাথওয়েটের চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো।

চলতি মৌসুমে অবনমনের শঙ্কায় থাকা লেগানেসের হয়ে ২৪ ম্যাচে ছয় গোল করেছেন ব্রাথওয়েট।