পুলিশে হোঁচট চ্যাম্পিয়ন বসুন্ধরার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2020 05:41 PM BdST Updated: 20 Feb 2020 06:17 PM BdST
জয়ে শুরু পাওয়া বসুন্ধরা কিংস দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো। চ্যাম্পিয়নদের ড্রয়ে রুখে দিয়েছে প্রিমিয়ার লিগের নবাগত দল বাংলাদেশ পুলিশ এফসি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট বসুন্ধরার। হার লিগ শুরু করা পুলিশ এই ড্রয়ে পয়েন্টের খাতা খুলল।
গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বসুন্ধরা। কিন্তু প্রতিআক্রমণনির্ভর খেলা পুলিশই তৈরি করে বেশি সুযোগ কিন্তু গোল পায়নি আবাহনী কাছে হেরে লিগ শুরু করা দলটি।
পঞ্চদশ মিনিটে বুলগেরিয়ান লাসকভ অ্যান্তোনিওর ফ্রি-কিক গোলকিপার আনিসুর রহমান জিকো ফিষ্ট করে ফেরান। দুই মিনিট পর রিভেইরা সিডনির শট ক্রস বারের ওপর দিয়ে যায়।
৩৫তম মিনিটে জটলার ভেতর থেকে বসুন্ধরার নিকোলাস দেলমন্তের ব্যাক হিল এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে। একটু পর পুলিশের সিডনির শট পোস্টের বাইরে দিয়ে যায়।
৫৬তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় উত্তর বারিধারাকে হারিয়ে লিগ শুরু করা বসুন্ধরা। বাঁ দিক থেকে দেনিয়েল কলিনদ্রেস সোলেরার বাড়ানো বলে দেলমন্তের শট ফেরান গোলরক্ষক কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি। ফিরতি শটে জাল খুঁজে নেন তৌহিদুল আলম সবুজ।
এগিয়ে যাওয়ার পর বসুন্ধরার আক্রমণে ধার বাড়ে। নুরুল নাইম ফয়সালের জোরালো শট ফিস্ট করে ফেরান সাইফুল ইসলাম খান। ৬৫তম মিনিটে সোলেররা পাস নিয়ন্ত্রণে নিয়ে তাজিকিস্তানের আখতাম নাজারভের শট পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর সোলেরার কাছের পোস্টে নেওয়া শট ফিস্ট করে ফেরান সাইফুল।
ফয়সালের আত্মঘাতী গোলে ৭২তম মিনিটে সমতায় ফেরে পুলিশ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা বদলি ফরোয়ার্ড এমএ বাবলুর কোনাকুনি শটে দূরের পোস্টে লেগে ফেরার পর সামনে থাকায় ফয়সালের গায়ে লেগে জালে জড়ায়। একটু পর সিডনির শট ফিস্ট করে ফেরান জিকো।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়