সিটি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন গুয়ার্দিওলা

ইউরোপিয়ান ফুটবলে ম্যানচেস্টার সিটি নিষিদ্ধ হওয়ায় খবর প্রকাশের পর থেকে সংবাদ মাধ্যমে গুঞ্জন ক্লাব ছাড়তে পারেন কোচ পেপ গুয়ার্দিওলা। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ এই কোচ। বরখাস্ত না হলে চুক্তির মেয়াদের পুরো সময়টাই ইংলিশ ক্লাবে থাকতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 07:44 AM
Updated : 20 Feb 2020, 07:44 AM

ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় সিটিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে উয়েফা। পাশাপাশি আড়াই কোটি ইউরো জরিমানা করা হয় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ অবশ্য আছে তাদের।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের প্রতি নিজের আনুগত্যের কথা জানান গুয়ার্দিওলা।

“চারপাশে কী ঘটছে ব্যক্তিগতভাবে তা আমার কাছে কোনো ব্যাপার না, আগামী মৌসুমে আমি এখানেই থাকব। যদি ক্লাব আমাকে বরখাস্ত না করে, শতভাগ নিশ্চিত যে আমি এখানেই থাকব।”

“আমার চুক্তির শেষ পর্যন্ত থাকব।… কেন ক্লাব ছাড়ব যখন একমাস আগেই বলেছি যে আমি এই ক্লাবকে ভালোবাসি এবং এখানে থাকতে চাই। আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি এবং আগামী তিন মাস আমরা নিজেদের করণীয়র দিকে মনোযোগ দেব। তারপর আমরা দেখব রায় কী আসে।”