চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফেভারিট দেখছেন না মেসি

শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই আছে বার্সেলোনা। তবে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফেভারিট মনে করছেন না অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 07:27 AM
Updated : 20 Feb 2020, 07:27 AM

লা লিগায় ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী বার্সেলোনা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১ মার্চ মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। কাম্প নউয়ে প্রথম দেখায় গোলশূন্য ড্র হয় ম্যাচ।

শীর্ষ দুই দলের এই লড়াইয়ে শিরোপার নিষ্পত্তি হবে না বলে মনে করেন মেসি। তার মতে, মৌসুমের শেষ পর্যন্ত চলবে প্রতিদ্বন্দ্বিতা।

“এটা সত্যি যে এই বছর লা লিগায় আমরা ও রিয়াল মাদ্রিদ কেউই ছন্দে নেই। আমরা অনেক পয়েন্ট হারিয়েছি এবং এই কারণে আমি বিশ্বাস করি যে মৌসুমের শেষ পর্যন্ত আমরা দুই দল লড়াই করব। ক্লাসিকোর পরই এটা শেষ হবে না।”

ইউরোপ সেরার মঞ্চে শিরোপা জিততে নিজেদের আরও উন্নতি করতে হবে বলে মনে করেন মেসি।

“যদি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় আমাদের লক্ষ্য হয়, আমাদের উন্নতির ধারা ধরে রাখতে হবে। কারণ আমি মনে করি, এই মুহূর্তে আমরা শিরোপার জন্য লড়াই করার মতো পর্যায়ে নেই।”