জয়ের পথে ফিরল সিটি

পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 09:35 PM
Updated : 19 Feb 2020, 10:18 PM

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার ২-০ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। রদ্রি এর্নান্দেসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডে ব্রুইনে।

উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় গত শুক্রবার সিটিকে আগামী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে উয়েফা। শাস্তি পাওয়ার পর এদিন প্রথম খেলতে নামা দলটির সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে; বিদ্রুপাত্মক মন্তব্য লেখা ব্যানার নিয়ে মাঠে আসা বেশ কিছু সমর্থক উয়েফাকে দুয়ো দেয়।

এ মাসের শুরুতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে হারা ম্যাচে খেলা একাদশে পাঁচটি পরিবর্তন এনে মাঠে নামে সিটি। আক্রমণে সের্হিও আগুয়েরোর পাশে গাব্রিয়েল জেসুস ও বের্নার্দো সিলভাকে রাখেন কোচ পেপ গুয়ার্দিওলা।

১৭ দিন পর মাঠে নামা স্বাগতিকরা ম্যাচের শুরু থেকে আধিপত্য করে। ৩০তম মিনিটে ডে ব্রুইনের কর্নারে সফল হেডে দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

৬২তম মিনিটে বের্নার্দো সিলভার বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে নিচু শটে জালে ডড়ান ডে ব্রুইনে।

ম্যাচ জুড়ে রক্ষণ সামলাতে ব্যস্ত সফরকারীরা লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টারের দল।

২৬ রাউন্ড শেষে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। ৪ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি।

২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে বলতে গেলে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে লিভারপুল।

৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৮তম স্থানে ওয়েস্ট হ্যাম।