রিয়ালে যোগ দিয়ে রাইনিয়রের স্বপ্নপূরণ

জানুয়ারির দলবদলে একমাত্র খেলোয়াড় হিসেবে দলে নেওয়া রাইনিয়রকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ। বের্নাবেউয়ের দলে যোগ দিয়ে স্বপ্নপূরণের কথা জানালেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 04:53 PM
Updated : 18 Feb 2020, 05:55 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার বসে দেখেছেন লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে রিয়েলের ২-২ ড্র করা ম্যাচটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলা ছাড়াও মাঠে বল নিয়ে কিছু সময় নিজের কারিকুরি দেখান রাইনিয়র।

ছবি: রিয়াল মাদ্রিদ

প্রথমবারের মত রিয়ালের জার্সি গায়ে চড়িয়ে জানালেন স্বপ্নপূরণের কথা।

“আমি এই ক্লাবের অসাধারণ ইতিহাসের অংশ হতে চাই…আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দের।”

ইএসপিএন এফসির খবর অনুযায়ী, ফ্লামেঙ্গো থেকে রাইনিয়রকে কিনতে তিন কোটি ইউরো খরচ হয়েছে রিয়ালের। ছয় বছরের চুক্তির বিষয়টিও ওই প্রতিবেদনে জানানো হয়।

ছবি: রিয়াল মাদ্রিদ

ফ্লামেঙ্গোর হয়ে ব্রাজিলিয়ান লিগ জয়ের পথে গত মৌসুমে ছয় গোল করে নজর কাড়েন রাইনিয়র। ১৭ বছর বয়সে ফ্লামেঙ্গো মূল দলে অভিষেক হওয়া এই উঠতি তারকা গত মৌসুমে দলের হয়ে জেতেন লাতিন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা কোপা লিবের্তাদোরেস।

রিয়ালে শুরুতেই অবশ্য মূল দলে খেলবেন না রাইনিয়র। মৌসুমের বাকি সময় তাকে খেলানো হতে পারে ক্লাবটির ‘বি’ দল কাস্তিয়ায়।