আরামবাগে ধরাশায়ী চট্টগ্রাম আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় থাকতে পারেনি চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলটিকে হারিয়ে চলতি লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 02:50 PM
Updated : 18 Feb 2020, 02:50 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসেলর জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে ২-১ ব্যবধানে হারায় আরামবাগ।

৩৮তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে লিগ শুরু করা আরামবাগ। বল নিয়ে দ্রুত ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন কিংসলে।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারানো চট্টগ্রাম আবাহনী। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে চিনেডু ম্যাথিউ আড়াআড়ি ক্রস দেন শাখাওয়াত হোসেন রনিকে উদ্দেশ্য করে; নিখুঁত টোকায় জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

একটু পরই ডিফেন্সের হাস্যকর ভুলে ফের পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। শওকত রাসেলের দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন কিংসলে।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে আরামবাগের রক্ষণে চাপ দিতে থাকে চট্টগ্রাম আবাহনী। শেষ দিকে একবার তারা জালে বল পাঠিয়ে ছিল কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি।

দিনের প্রথম ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।