জরুরি ভিত্তিতে খেলোয়াড় কেনার সুযোগ পেল বার্সা

দল বদলের সময়সীমার বাইরে জরুরি ভিত্তিতে খেলোয়াড় কেনার সুযোগ পেয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 03:35 PM
Updated : 17 Feb 2020, 03:36 PM

ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটে ছয় মাসের জন্য ছিটকে যাওয়ায় এই সুযোগ পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

লা লিগার নিয়ম অনুযায়ী, পাঁচ মাসের বেশি সময়ের জন্য কোনো খেলোয়াড় ছিটকে গেলে নতুন খেলোয়াড় কেনার সুযোগ মেলে। তবে দলে নিতে চাওয়া খেলোয়াড়দের ‘ফ্রি এজেন্ট’ হতে হবে অথবা স্পেনের কোনো ক্লাবে খেলতে হবে। পাশাপাশি ওই খেলোয়াড় উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না।

জানুয়ারির শুরুতে চোটের কারণে লুইস সুয়ারেস ছিটকে যান চার মাসের জন্য। চলতি মাসের শুরুর দিকে চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরে ওই দিনই আবার চোট পেয়ে ছিটকে যান দেম্বেলে। এরপর তার অস্ত্রোপচার করা হয়।

২০১৭ সালে লা লিগা চ্যাম্পিয়নদের দলে যোগ দেওয়ার পর থেকে দুই পায়েই অনেকবার চোট পেয়েছেন দেম্বেলে।