ঘরের মাঠে পয়েন্ট হারানোয় হতাশ জিদান

লা লিগায় ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে হতাশ রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। ম্যাচের প্রথমার্ধে নিজেদের বাজে পারফরম্যান্সের মূল্য দিতে হয়েছে বলে মনে করেন ফরাসি এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 02:27 PM
Updated : 17 Feb 2020, 02:27 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারায় রিয়াল।

প্রথমার্ধে ফিওদর স্মলভের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে টনি ক্রুস ও সের্হিও রামোসের গোলে লিড নেওয়ার পর শেষদিকে হজম করে আরেক গোল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন জিদান।

“ভালো একটা দলের বিপক্ষে ঘরের মাঠে আমরা দুই পয়েন্ট হারালাম।” সেল্তা পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকলেও তারা ভালো দল বলে বিশ্বাস করেন জিদান।

“আমাদের ম্যাচের শুরুটা ছিল বাজে। প্রথম গোল হজম করার পর প্রথমার্ধের পারফরম্যান্সের জন্য আমাদের মূল্য দিতে হলো। কারণ তারা নিজেদের রক্ষণ জমাট করে তুলেছিল।”

“দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো খেলেছিলাম। প্রথমার্ধের চেয়ে ভালোভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নেই এবং দুটি গোল করি। কিন্তু…”

৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রিয়াল। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আগামী রোববার লিগে নিজেদের পরের ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে তারা। এরপর ১ মার্চ লিগে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে জিদানের দল।