আলিসনের স্বপ্নটা এবার আরও বড়

১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জেতা লিভারপুলের সামনে এখন হাতছানি ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা খরা কাটানোর। যেখানে তাদের অপেক্ষাটা আরও দীর্ঘ, ৩০ বছর লিগ শ্রেষ্ঠত্বের স্বাদ পায়নি দলটি। তবে এই এক সাফল্যেই সন্তুষ্ট হতে রাজি নন দলের মূল গোলরক্ষক আলিসন। যত বেশি সম্ভব শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন ব্রাজিলের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2020, 04:05 AM
Updated : 14 Feb 2020, 04:05 AM

চলতি মৌসুমে লিগে ২৫ ম্যাচের ২৪টিতে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। শিরোপা দৌড়ে এগিয়ে আছে ২২ পয়েন্টে। তাদের সামনে হাতছানি এখন প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে শিরোপা নিশ্চিত করার। শেষ ১৩ রাউন্ডে মাত্র ছয়টি জয় পেলে অন্য কোনো হিসেব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে অ্যানফিল্ডের দলটি।

দলের এমন দুর্দান্ত ফর্মে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন  আলিসন। দেখছেন মৌসুমে আরও শিরোপা জয়ের স্বপ্ন।

“আমরা শিরোপাটা জিততে চাই। আর শিরোপা জিততে হলে সবকিছু জিততে হবে। আমরা শুধু আমাদের মূল লক্ষ্য অর্জন করতে চাই।”

“নিজেদের দক্ষতায় আমাদের মনোযোগ দিতে হবে। দুর্দান্ত সব খেলোয়াড় নিয়ে আমাদের দারুণ একটা দল আছে। একজন ছিটকে গেলে অন্যরা এগিয়ে আসে।”

“আদ্রিয়ানের কথাই ধরুন, যখন আমি চোটে পড়লাম, সে দলে এলো এবং দারুণ পারফর্ম করল।”

লিগ ছাড়া এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা দৌড়ে আছে মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও মাঝপথে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা দলটি।