রিয়ালকে হারাতে না পারলে বরখাস্ত হতে পারি: গুয়ার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারাতে না পারলে বরখাস্ত হতে পারেন বলে শঙ্কায় আছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2020, 10:36 AM
Updated : 13 Feb 2020, 11:26 AM

আগামী ২৬ ফেব্রুয়ারি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মাঠে খেলবে সিটি।
 
লা লিগায় শীর্ষে আছে রিয়াল। অন্যদিকে, ২২ পয়েন্টে পিছিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে বলতে গেলে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। গুয়ার্দিওলার বিশেষ নজর তাই এখন চ্যাম্পিয়ন্স লিগের দিকে।
 
“আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।”
 
তবে শিরোপা জিততে না পারা মানে সিটির মৌসুম ব্যর্থ হয়ে যাওয়া নয় বলেও স্কাই স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন সাবেক বার্সেলোনা কোচ।
 
“আমি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন দেখছি। দুই সপ্তাহ পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।”
 
“এই প্রস্তুতি এবং এই দুই সপ্তাহ (ম্যাচের আগের) হবে আমার পেশাদারি জীবনের সবচেয়ে আনন্দময় দুটি সপ্তাহ।”
 
“যদি আমরা তাদের হারাতে না পারি তখন হয়তো চেয়ারম্যান অথবা স্পোর্টিং ডিরেক্টর এসে বলবে ‘এটা যথেষ্ঠ ভালো হলো না, আমরা চ্যাম্পিয়ন্স লিগ চাই, আমি তোমাকে বরখাস্ত করতে যাচ্ছি’।”