৫৮০০ অ্যাথলেট নিয়ে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

সরকারি ও বেসরকারি মিলিয়ে ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার ৮শ অ্যাথলেট নিয়ে আগামী মার্চে শুরু হবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 02:21 PM
Updated : 12 Feb 2020, 02:21 PM

এ উপলক্ষ্যে বুধবার ধানমণ্ডির শেখ রাসেল স্কয়ারে গেমসের মশালযাত্রা শুরু হয়। মশালযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

মার্চের প্রথম দিন থেকে ১২টি ডিসিপ্লিনে হবে খেলাগুলো। ডিসিপ্লিনগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টন।