‘গোল পাইনি, তাই বিদায় নিয়েছি’

লক্ষ্যপূরণ করতে দরকার ছিল গোলের। তা মেলেনি। আবাহনী কোচ মারিও লেমোসও অকপটে জানালেন, গোল না পাওয়ার কারণে এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার প্লে-অফের আগে বিদায় নিতে হয়েছে তার দলকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 02:05 PM
Updated : 12 Feb 2020, 02:05 PM

এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আবাহনী। প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছিল।

পরের ধাপে যেতে প্রতিপক্ষের মাঠে আবাহনীর দরকার ছিল ৩-৩ ড্র বা জয়। কেরভেন্স ফিলস বেলফোর্ট, সানজে চিজোবা, নাবীব নেওয়াজ জীবন ও পরে বদলি নামা রুবেল মিয়াও এনে দিতে পারেননি গোল। লেমোসের মতে, তার দলের খেলায় ঘাটতি ছিল।

“এখানে জিততে হলে যে মানের ফুটবল দরকার ছিল, সেটা ছেলেরা দেখাতে পারেনি। এ ম্যাচে আমরা রক্ষণে ভালো করেছি, কিন্তু ওদের থামানোর দরকার ছিল, গোল দরকার ছিল, যেটা আমরা করতে পারিনি। একারণে বিদায় নিয়েছে দল।”

“মাজিয়া ও আবাহনী একই মানের দল। কিন্তু আমি মনে করি, এএফসির এই পর্যাযের টুর্নামেন্টে খেলার জন্য যে নিষ্ঠা ও সামর্থ্য দরকার ছিল, তা আমাদের ছিল না।”