দুর্দান্ত লিভারপুলে ‘বিস্মিত’ নন কৌতিনিয়ো

প্রিমিয়ার লিগে লিভারপুলের দুর্দান্ত ছুটে চলায় বিস্মিত নন দলটির সাবেক মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 11:42 AM
Updated : 12 Feb 2020, 11:42 AM

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় চলতি মৌসুমে ২৫ ম্যাচের ২৪টিতে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। শিরোপা দৌড়ে এগিয়ে আছে ২২ পয়েন্টে।

২০১৮ সালে জানুয়ারির দলবদলে কৌতিনিয়োকে বার্সেলোনার কাছে বিক্রি করে দেয় লিভারপুল। এর ১৮ মাসের মাথায় চ্যাম্পিয়ন্স লিগ জেতে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।

কাম্প নউয়ে খুব একটা সুবিধা করতে পারেননি ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। সেজন্য অবশ্য লিভারপুল ছেড়ে আসার সিদ্ধান্তে অনুশোচনা নেই গত গ্রীষ্মে ধারে বায়ার্নে যোগ দেওয়া এই ফুটবলারের।

“লিভারপুল রীতিমত উড়ছে এবং এটা আমাকে বিস্মিত করে না। গত বছর আমরা তা দেখেছি যখন তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতল। তবে আমি বিস্মিত নই কারণ, তাদের দুর্দান্ত একটা দল ও কোচ আছে।”

“তাদের জন্য আমি খুশি, কারণ সেখানে আমার অনেক বন্ধু, সাবেক সতীর্থরা আছে।”

“আমি কখনও ফিরে তাকায় না। আমি অন্য পথ নিয়েছি এবং এখন আমি অন্য লক্ষ্যে ছুটছি, অন্য সবার মতই…অতীতে যা করেছি এর জন্যে আমি খুশি এবং এখন আমি কেবল সামনের দিকে নজর রাখছি।

১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল। এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা দৌড়ে আছে দলটি।

লিভারপুলের মতো কৌতিনিয়োর বায়ার্নও আছে ট্রেবল জয়ের দৌড়ে।