ফুটবলারদের জন্য ফিফা-ফিফপ্রোর বিশেষ তহবিল

খেলোয়াড়দের বেতনের সুরক্ষা নিশ্চিত করতে একটি বৈশ্বিক তহবিল গঠন করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 03:48 PM
Updated : 11 Feb 2020, 04:19 PM

যেসব ফুটবলার ক্লাব থেকে বেতন পাচ্ছেন না এবং ভবিষ্যতেও পাবেন না, তাদেরকে আর্থিক সহযোগিতা করবে ‘দা ‌ফিফা ফান্ড ফর ফুটবল প্লেয়ার্স’ (ফিফা এফএফপি)।

২০২২ সাল পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষ ডলারের তহবিল করতে যাচ্ছে ফিফা। এখন বছর অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। 

২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনের মধ্যে যে সব ফুটবলার এই সমস্যায় পড়েছেন তাদের জন্য আলাদা বরাদ্দ করা হয়েছে ৫০ লক্ষ ডলার।

এক বিবৃতিতে ফিফা ও ফিফপ্রো জানিয়েছে, এই অনুদান খেলোয়াড়দের সব বকেয়া বেতনের সমান হবে না, এই তহবিল সুরক্ষা জাল হিসেবে কাজ করবে।

আগামী ১ জুলাই থেকে যাত্রা শুরু করবে এই তহবিল।