বায়ার্নের জন্য ‘বয়স্ক’ হয়ে যায় রোনালদো

কে না চায় ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে পেতে?-কিন্তু বায়ার্ন মিউনিখ সভাপতি এ প্রশ্নের নেতিবাচক উত্তর দিয়েছেন। বাভারিয়ানদের জন্য পর্তুগিজ ফরোয়ার্ড ‘একটু বয়সী’ হয়ে যায় বলে মন্তব্য করেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 03:12 PM
Updated : 10 Feb 2020, 03:12 PM

বর্তমানে ইউভেন্তুসে খেলছেন রোনালদো। সেরি আর দলটির সঙ্গে সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের চুক্তি রয়েছে ২০২২ সাল পর্যন্ত। মেয়াদ ফুরানোর সময় রোনালদোর বয়স হবে ৩৭ বছর।

আগামী গ্রীষ্মের দলবদলের বাজারে মোটা অঙ্কের বিনিয়োগ করতে পারে বায়ার্ন। দলটির সমর্থকরা স্বপ্ন দেখছেন রোনালদোকে দলে টানার বিষয়টি। তবে বায়ার্ন সভাপতি হেরবার্ট হেইনার সমর্থকদের স্বপ্নের গুঁড়ে বালি ঢেলে দিয়েছেন।

“গণমাধ্যমের খবর অনুযায়ী, আমাদের সঙ্গে অনেক অনেক নামের (খেলোয়াড়ের) যোগাযোগ আছে। ক্রিস্তিয়ানো আমাদের জন্য একটু বয়সী খেলোয়াড় হয়ে যায়।”

বর্ণিল ক্লাব ক্যারিয়ারে নিজ দেশ পর্তুগাল, ইংল্যান্ড, স্পেনের ক্লাবে খেলেছেন রোনালদো। জিতেছেন ভুরিভুরি ব্যক্তিগত ও দলীয় শিরোপা।