মেসিকে নিয়ে গুয়ার্দিওলার চাওয়া

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে কথার লড়াইয়ে জড়ানোর পর গুঞ্জন উঠেছে, বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। তবে এসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না কাতালান ক্লাবটির সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা। বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা এই স্প্যানিয়ার্ড মনে করেন, বার্সেলোনাতেই ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 09:18 AM
Updated : 8 Feb 2020, 09:18 AM

বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে মেসির। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, মেসির চুক্তির একটা বিশেষ দিক হচ্ছে, শর্ত অনুযায়ী প্রতিটি মৌসুম শেষে ইচ্ছে করলে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার বিদায় বলে দিতে পারেন। সেক্ষেত্রে শুধু ইচ্ছার কথাটা কর্তৃপক্ষকে মে মাস শেষের আগে জানাতে হবে। তাহলেই তিনি ‘ফ্রি’ হয়ে যাবেন।

২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর বার্সেলোনার দায়িত্বে থাকাকালে ক্লাবটিকে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান গুয়ার্দিওলা। ওই সাফল্যের মূল কারিগর ছিলেন মেসি। এখনও কাম্প নউয়ের ক্লাবটিই সময়ের অন্যতম সেরা ফুটবলারের সঠিক ঠিকানা বলে মনে করেন গুয়ার্দিওলা।

“সে বার্সেলোনা থেকে উঠে আসা একজন খেলোয়াড়। সে সেখানেই থাকবে। সে বার্সেলোনাতে থাকুক, তার প্রতি এটাই আমার চাওয়া।”

“আমি অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলব না। আমি মনে করি, সে বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে।”