কলম্বিয়াকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা, অপেক্ষায় ব্রাজিল

গোলশূন্য প্রথমার্ধের পর দুই গোল করল আর্জেন্টিনা। এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি কলম্বিয়ার। তাদের হারিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলার টিকেট পেয়েছে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 11:52 AM
Updated : 7 Feb 2020, 11:52 AM

লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ৫০তম মিনিটে আগুস্তিন উরসি দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস। ৬৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া।

এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। ২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় আছে ব্রাজিল।

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল; ওই ম্যাচ জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে দলটি।

স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে হবে অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট। কনমেবল থেকে দুটি দল পাবে খেলার সুযোগ। আর্জেন্টিনা নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি এক টিকেটের জন্য ব্রাজিল ছাড়াও লড়বে ১ করে পয়েন্ট নিয়ে নিচের দিকে থাকা দুই দল উরুগুয়ে ও কলম্বিয়া।