টনি ক্রুসের অবসর ভাবনা

গেল মাসে ৩০ পেরিয়েছেন। এখনই অবসর ভাবনা পেয়ে বসেছে টনি ক্রুসকে। খুব শিগগির বুটজোড়া তুলে রাখার ভাবনা না থাকলেও ক্যারিয়ারের শেষের শুরু হয়ে গেছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 02:25 PM
Updated : 6 Feb 2020, 02:25 PM

গত জানুয়ারিতে ৩১ বছরে পা রেখেছেন জার্মান এই ফুটবলার। ক্যারিয়ারে তার প্রাপ্তি অনেক। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন একাধিক লিগ শিরোপা।

ত্রিশ পেরিয়েও বিশ্ব ফুটবলে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোদের মতো তারকারা। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তবে তাদের মতো লম্বা সময় খেলবেন না বলে জানালেন ক্রুস।

“আমার বয়স ৩০ বছর। আমি আর কী করতে চাই, তা ভাবার জন্য বয়সটা যথেষ্ট।”

“আমার ক্যারিয়ার খুব বেশি লম্বা হবে না। এটা নিশ্চিত যে আমি ৩৮ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাব না।”

২০২৩ সালে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ক্রুসের। ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে নিজে সিদ্ধান্ত নিতে চান না তিনি।

“আমি এখানে আছি পাঁচ বছরেরও বেশি সময় ধরে। আমি ও আমার পরিবার এখানে খুব সুখে আছি। আমাদের সন্তানরা এখানে স্কুলে যাচ্ছে। তারাও খুব খুশি। তারাই সিদ্ধান্তটা নেবে।”