দি মারিয়ার নৈপুণ্যে পিএসজির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2020 04:03 AM BdST Updated: 05 Feb 2020 05:05 PM BdST
লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে পিএসজি। আনহেল দি মারিয়ার নৈপুণ্যে নঁতকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে টমাস টুখেলের দল।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ২-১ গোলে জিতেছে চোটাক্রান্ত নেইমারকে ছাড়া খেলতে নামা প্যারিসের ক্লাবটি।
ম্যাচের ২৯তম মিনিটে গোছানো আক্রমণে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কিলিয়ান এমবাপের কাটব্যাক পেয়ে শট নেন আনহেল দি মারিয়া। বল মাউরো ইকার্দির পায়ে লেগে জালে জড়ায়।
দি মারিয়া গোলের উল্লাস করলেও সেটি যোগ হয় ইকার্দির নামে। চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে আসা আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের লিগ ওয়ানে গোল হলো ১০টি।
৫৭তম মিনিটে টিলো কেরার ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে দি মারিয়ার নাম। আর্জেন্টাইন মিডফিল্ডারের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন জার্মান ডিফেন্ডার কেরা।
৬৮তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান কমান মোজেজ সিমোন। দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত হলো পিএসজির। এক ম্যাচ কম খেলা মার্সেই ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
দশম স্থানে থাকা নঁতের পয়েন্ট ৩২।
-
আরও একবার উইম্বলডন খেলার আশায় ফেদেরার
-
৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা