রেকর্ডময় পথচলায় ৬ জয় চাই লিভারপুলের

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ২২ পয়েন্টে এগিয়ে গিয়ে রেকর্ড গড়া লিভারপুলকে হাতছানি দিচ্ছে আরেক অনন্য কীর্তি- প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে শিরোপা নিশ্চিত করা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 05:07 PM
Updated : 3 Feb 2020, 05:07 PM

লিগের এখনও বাকি ১৩ রাউন্ড। কিন্তু যে অদম্য রূপে ছুটে চলেছে লিভারপুল, তাতে মার্চেই শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে তারা। আর ছয়টি ম্যাচ জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে ইয়ুর্গেন ক্লপের দল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি বাকি ১৩ ম্যাচের সবকটি জিতলেও তখন রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের।

দল দুটি যদি ম্যাচ প্রতি তাদের বর্তমান গড় পয়েন্ট ধরে রাখে, তাহলে আগামী ১৬ মার্চ নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের মাঠে শিরোপা নিশ্চিত করবে লিভারপুল। সেক্ষেত্রে আগামী পাঁচ ম্যাচেই লক্ষ্য পূরণ করবে দলটি।

লিগে শেষ সম্ভাব্য ১০২ পয়েন্টের মধ্যে লিভারপুলের অর্জন ১০০। গত মৌসুমে টানা ৯ ম্যাচ জিতে লিগ শেষ করেছিল তারা।

গত আসরে সিটির চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপা হাতছাড়া করেছিল ‘অল রেড’ দলটি। এবার তাদের অর্জন ম্যাচপ্রতি ২.৯২ পয়েন্ট। বর্তমান তারা আছে রেকর্ড আট ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করার পথে।

প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড যৌথভাবে ম্যানচেস্টারের দুই দলের দখলে। ২০০০-০১ মৌসুমে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিল ইউনাইটেড। ২০১৭-১৮ মৌসুমে তাদের সেই রেকর্ড স্পর্শ করে পেপ গুয়ার্দিওলার সিটি।

বাকি ম্যাচগুলো জিতলে সিটির পয়েন্ট হবে ৯০। সেখানে ২৫ ম্যাচে ৭৩ পয়েন্ট হয়ে গেছে লিভারপুলের। পরের ছয় রাউন্ডে নরিচ সিটি, ওয়েস্ট হ্যাম, ওয়াটফোর্ড, বোর্নমাউথ, এভারটন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে অ্যানফিল্ডের দলটি।

সেটা সম্ভব হলে আরও এক রেকর্ড ধরা দেবে লিভারপুলের হাতে। প্রিমিয়ার লিগে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর্সেনালের দখলে; ২০০৩ সালের মে থেকে ২০০৪ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এই রেকর্ড গড়েছিল ‘গানার’ নামে পরিচিত দলটি। লিগে এখন টানা ৪৩ ম্যাচ ধরে অপরাজিত ক্লপের শিষ্যরা। পরের ছয় রাউন্ডে অপরাজিত থাকলেই দেড় দশক পুরনো রেকর্ড স্পর্শ করবে তারা। সেই ধারাবাহিকতায় আগামী ৪ এপ্রিল ম্যানচেস্টার সিটির মাঠে হার এড়ালেই রেকর্ডটি নিজের করে নেবে ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের পথে থাকা দলটি।

২০১৭-১৮ মৌসুমে সিটি শিরোপা জিতেছিল ১৯ পয়েন্টের ব্যবধানে, সেটিও রেকর্ড। এরই মাঝে এর চেয়ে বেশি পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল। একই সঙ্গে ১০০ পয়েন্ট পেয়ে নিজেদের রেকর্ড গড়ার হাতছানি তো আছেই।