লিভারপুলের মতো ধারাবাহিক কাউকে দেখেননি ক্লপ

আরেকটি দাপুটে পারফরম্যান্স, দুর্দান্ত জয় এবং অধরা স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া-ইদানিং লিগে লিভারপুলের মাঠে নামা মানেই যেন এমন কিছুর পুনরাবৃত্তি। সবশেষ ম্যাচে সাউথ্যাম্পটনকে উড়িয়ে দেওয়ার পথে শিষ্যদের অসাধারণ পারফরম্যান্স বিস্মিত করেছে দলটির কোচ ইয়ুর্গেন ক্লপকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2020, 09:30 AM
Updated : 2 Feb 2020, 09:49 AM

অ্যানফিল্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মোহামেদ সালাহর জোড়া গোলে ৪-০ ব্যবধানে জেতে লিভারপুল। বাকি দুই গোল করেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও জর্ডান হেন্ডারসন। তিনটি গোলে ছিল রবের্তো ফিরমিনোর সহায়তা।

ম্যাচ শেষে শিষ্যদের ভূয়সী প্রশংসা করে জার্মান কোচ জানান, কোনো দলের এমন ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে যাওয়া আগে কখনও দেখেননি তিনি।

সাউথ্যাম্পটন জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২২ পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল-ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে এত বড় ব্যবধানে আগে কখনোই কোনো দল এগিয়ে যায়নি।

এর আগে কখনও কোনো দলকে এতটা ধারাবাহিক দেখেছেন কিনা-এমন এক প্রশ্নের জবাবে ক্লপ বলেন, “সত্যি বলতে, আমি কখনও এমনটা দেখিনি…প্রতিটি জয়ের পর আমি আরও শক্তিশালী অনুভব করি, বিষয়টা এমন নয়। বিষয়টা আসলে এমন-দারুণ একটা উদযাপন, এরপর স্বস্তি এবং গুছিয়ে নিয়ে আবারও এগিয়ে যাওয়া।”

“আমরা নিখুঁত নই, এমনকি নিখুঁতের ধারে-কাছেও নই। আমরা শুধু নিজেদের সামর্থ্যের সেরাটা সবচেয়ে ভালো উপায়ে দেওয়ার চেষ্টা করি।”

এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল লিভারপুল। সব মিলিয়ে লিগে টানা ৪২ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। ঘরের মাঠে লিগে জিতেছে টানা ২০ ম্যাচ।

১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে চলা লিভারপুলের অর্জন ২৫ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।