বার্সার সামনে বিলবাও, রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর রিয়াল সোসিয়েদাদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2020, 03:44 PM
Updated : 31 Jan 2020, 03:44 PM

শুক্রবার প্রতিযোগিতার শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে এক লেগের কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো। বার্সেলোনা খেলবে প্রতিপক্ষের মাঠে আর রিয়াল খেলবে ঘরের মাঠে।

বৃহস্পতিবার কোপা দেল রের রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা কাম্প নউয়ে শেষ ষোলোর ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দেয় লেগানেসকে। আগের দিন রিয়াল জারাগোজার মাঠে ৪-০ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে রিয়াল।

বিলবাওয়ের মাঠে গত কয়েক ম্যাচে বার্সেলোনার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। গত অগাস্টে চলতি মৌসুমে লিগের প্রথম ম্যাচে বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। আর গত বছরের ফেব্রুয়ারিতে সান মামেসে লিগে গোলশূন্য ড্র করেছিল লা লিগা চ্যাম্পিয়নরা।

তবে কোপা দেল রেতে বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার রেকর্ড দুর্দান্ত। ২০০৯, ২০১২ ও ২০১৫ সালে ফাইনালে বিলবাওকে হারিয়েই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল তারা।

লিগে গত নভেম্বরে সোসিয়েদাদের সঙ্গে সবশেষ দেখায় ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এবার তাদের সামনে চ্যালেঞ্জ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা।

অন্য দুই কোয়ার্টার-ফাইনালের একটিতে বর্তমান চ্যাম্পিয়ন ভালেন্সিয়া খেলবে গ্রানাদার মাঠে। অন্যটিতে, সেভিয়াকে হারিয়ে উঠে আসা দ্বিতীয় বিভাগের দল মিরান্দেস নিজেদের মাঠে লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে।

প্রতিযোগিতার সেমি-ফাইনাল অবশ্য হবে দুই লেগের ভিত্তিতে।