মেসির ৫০০

বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড গড়া লিওনেল মেসি ছুঁয়েছেন আরেকটি অনন্য মাইলফলক। প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাবের হয়ে ৫০০ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2020, 09:37 AM
Updated : 31 Jan 2020, 09:51 AM

বার্সেলোনার হয়ে ৭১০তম ম্যাচে এই কীর্তি গড়লেন মেসি। বৃহস্পতিবার কোপা দেল রের ম্যাচটিতে লেগানেসকে ৫-০ গোলে হারায় কাতালান ক্লাবটি। দুটি গোল করার পাশাপাশি একটিতে সহায়তা করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

স্প্যানিশ ক্লাবের হয়ে জয়ের তালিকার ৪৭৬টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসির সাবেক সতীর্থ চাভি এরনান্দেস। ৪৬৩ জয় নিয়ে তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ইকের ক্যাসিয়াস। ৪৫৯ জয়ে চারে মেসির আরেক সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

ছবি: বার্সেলোনা

আথলেতিক বিলবাও, বার্সেলোনা ও ভালেন্সিয়ার হয়ে খেলা সাবেক স্প্যানিশ গোলরক্ষক আন্দোনি সুবিসারেতা ৪৪৪ জয় নিয়ে আছেন শীর্ষ পাঁচ জনের তালিকায়।
২০০৪ সালের ১৬ অক্টোবর এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রথম জয় উদযাপন করেন মেসি। এরপর এ পর্যন্ত যতগুলো দলের মুখোমুখি হয়েছেন, এর মধ্যে কেবল একটি দলের বিপক্ষে জয় নেই তার। ২০০৪-০৫ মৌসুমে কোপা দেল রেতে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল গ্রামানেত।

এ পর্যন্ত ৮৬টি ভিন্ন দলের বিপক্ষে জয় পেয়েছেন আর্জেন্টাইন তারকা। সবচেয়ে বেশি ২৯টি ম্যাচ জিতেছেন সেভিয়ার বিপক্ষে।