স্পোর্তিং ছেড়ে ইউনাইটেডে ফের্নান্দেস

গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এবার সেটাই সত্যি হলো। স্পোর্তিং লিসবন থেকে পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেসকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 05:33 PM
Updated : 30 Jan 2020, 05:33 PM

২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছে ইউনাইটেড। চুক্তির শর্ত অনুযায়ী, এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্পোর্তিংয়ের হয়ে ১৩৭ ম্যাচে ৬৩টি গোল করা ও ৫২টি গোল করানো ফের্নান্দেসকে কিনতে প্রাথমিকভাবে সাড়ে পাঁচ কোটি ইউরো খরচ হয়েছে ইউনাইটেডের। তবে ট্রান্সফার ফির মোট অংক আট কোটি ইউরো পর্যন্ত বাড়তে পারে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন ফের্নান্দেস। ২০১৯ উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন তিনি।