ফুটবলের যে চূড়ায় শুধুই সিনক্লেয়ার

পুরুষ ও নারী ফুটবল মিলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের কীর্তি গড়েছেন কানাডার নারী দলের অধিনায়ক ক্রিস্টিন সিনক্লেয়ার। ভেঙেছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফরোয়ার্ড অ্যাবি ওয়ামব্যাকের রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 10:14 AM
Updated : 30 Jan 2020, 10:14 AM

টেক্সাসের এডিনবার্গে এইচ-ই-বি পার্কে বুধবার কনকাকাফ অলিম্পিক বাছাইয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ডটি গড়েন সিনক্লেয়ার। জাতীয় দলের হয়ে তার মোট গোল এখন ১৮৫টি। ২৯০ ম্যাচ খেলে রেকর্ডটি গড়লেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়ামব্যাকের রেকর্ডে ভাগ বসান সিনক্লেয়ার। আর ২৩তম মিনিটে সতীর্থের ক্রসে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে রেকর্ডটি নিজের করে নেন তিনি।

তারকা এই ফরোয়ার্ডকে ৪৭তম মিনিটে তুলে নেন কোচ। ম্যাচটি ১১-০ গোলে জেতে কানাডা।

ইতিহাস গড়ে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি ও উচ্ছ্বসিত ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“অবিশ্বাস্য। যখন জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম তখন কল্পনাও করতে পারিনি যে এই সংখ্যক গোল নিয়ে আমি এখানে দাঁড়াব।”

পুরুষ ফুটবলে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ড ইরানের আলি দাইয়ের।