অধরা শিরোপার পথে অপ্রতিরোধ্য লিভারপুল

প্রিমিয়ার লিগ যুগে নিজেদের প্রথম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল লিভারপুল। এবার পয়েন্ট তালিকার নিচের সারির দল ওয়েস্ট হ্যামকে হারিয়ে ১৯ পয়েন্টে এগিয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 09:47 PM
Updated : 29 Jan 2020, 10:27 PM

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। প্রথমার্ধে মোহামেদ সালাহ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।

এ জয়ে লিগে সব প্রতিপক্ষকে হারানোর চক্র পূরণ করল অ্যানফিল্ডের দলটি। একই সঙ্গে ধরে রাখল লিগ মৌসুমে অপরাজিত থাকার তকমা। সব মিলে লিগে টানা ৪১ ম্যাচ অপরাজিত রইল দলটি।

আগের লিগ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনেন লিভারপুল কোচ। ২-১ গোলে জেতা ওই ম্যাচে চোট পাওয়া সাদিও মানের জায়গায় সুযোগ পান দিভোক ওরিগি।

ম্যাচের ৩৫তম মিনিটে সালাহর স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। ওয়েস্ট হ্যামের ডি-বক্সে ওরিগি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। লিগে চলতি মৌসুমে মিশরের ফরোয়ার্ডের এটি দ্বাদশ গোল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়ায় সফরকারীরা। জালের দেখাও পেয়ে যায় দ্রুত।

৫২তম মিনিটে প্রতিপক্ষের কর্নার রুখে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে লিভারপুল। বল নিয়ে এগিয়ে বাম প্রান্তে চেম্বারলেইনকে দারুণ পাস দেন সালাহ। সেই পাস ধরে এক ডিফেন্ডারকে ছিটকে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

৭৯তম মিনিটে সালাহর শট পোস্টের বাইরের দিকে লেগে ফিরলে ব্যবধান আর বাড়েনি।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করেছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু জালের দেখা পায়নি ডেভিড ময়েসের দল। এই পরাজয়ে তারা চলে গেল অবনমন অঞ্চলের আরও কাছে।

১৯৯০ সালের পর লিগ শিরোপা জয়ের পথে থাকা লিভারপুলের অর্জন ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে ৭০ পয়েন্ট।

৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি।

চার নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৪০। ৬ পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

১৯তম স্থানে থাকা দলের সমান ২৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৭ নম্বরে ওয়েস্ট হ্যাম।