পেছাল প্রিমিয়ার লিগ, শুরু ১৩ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এএফসি কাপের বাছাইয়ে খেলা আছে আবাহনী লিমিটেডের। এ কারণে জানুয়ারির পরিবর্তে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পেশাদার লিগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 11:34 AM
Updated : 29 Jan 2020, 11:34 AM

আগের সূচি অনুযায়ী, ১৩ দলের অংশগ্রহণে এবারের লিগ মাঠে গড়ানোর কথা ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশনে বুধবারের সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান লিগ পেছানোর কথা জানান।

“এ মাসেই পেশাদার লিগ শুরু করার কথা ছিল। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছি। যেহেতু এফসি কাপে আমাদের আবাহনী লিমিটেড অংশগ্রহণ করছে। ৫ তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আছে তাদের। পরের ম্যাচ মালদ্বীপে, ১২ তারিখে। ক্লাব যেহেতু জাতীয় দলের মতোই দেশকে প্রতিনিধিত্ব করে…অন্য ক্লাবগুলোও মত দিয়েছে লিগ পেছানোর।”

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ এবার সাতটি ভেন্যুতে খেলা হবে। অন্য ভেন্যুগুলো হলো-নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম।