সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2020 06:42 PM BdST Updated: 28 Jan 2020 06:42 PM BdST
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে দেখা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও সুইস তারকা রজার ফেদেরারের।
শেষ আটে মিলোস রাওনিচের বিপক্ষে সরাসরি সেটে জয় পেয়েছেন প্রতিযোগিতায় সাতবারের বিজয়ী জোকোভিচ। আর ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরার রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়েছেন অবাছাই টেনিস স্যান্ডগ্রেনকে।
মঙ্গলবার মেলবোর্ন পার্কে কারাডার রাওনিচকে ৬-৪, ৬-৩, ৭-৬(৭-১) গেমে হারান দারুণ ফর্মে থাকা জোকোভিচ। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি সেট হেরেছেন শীর্ষ বাছাই ও ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
আগের ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ফেদেরার। ১০০তম বাছাই যুক্তরাষ্ট্রের স্যান্ডগ্রেনের বিপক্ষে প্রথম সেট জয়ের পর হেরে বসেন পরের দুই সেট। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তিন ঘণ্টা ২৮ মিনিট স্থায়ী ম্যাচটি ৩৮ বছর বয়সী সুইস তারকা জিতেন ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬(১০-৮), ৬-৩ গেমে।
আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে মুখোমুখি হবেন দুজন।
অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার ও জোকোভিচের শেষ দেখা হয়েছিল ২০১৬ সালে। সেবার সেমি-ফাইনালে সার্বিয়ান তারকার কাছে হেরেছিলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরার।
মেয়েদের এককে শেষ চারে পৌঁছেছেন মেয়েদের এককের এক নম্বর তারকা অ্যাশলি বার্টি। কোয়ার্টার-ফাইনালে তিনি ৭-৬ (৮-৬), ৬-২ গেমে হারান গতবারের ফাইনালিস্ট পেত্রা কেভিতোভাকে। ৩৬ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে সেমি-ফাইনালে লড়বেন বার্টি।
ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন বার্টির প্রতিপক্ষ সোফিয়া কেনিন। শেষ আটে আরব দেশগুলোর মধ্যে প্রথম নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে ওঠা ওন্স জাবেরকে হারান কেনিন। ৬-৪, ৬-৪ গেমে জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে ওঠেন চতুর্দশ বাছাই যুক্তরাষ্ট্রের কেনিন।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’