সাফল্যের জন্য ক্লপের মতো সময় চাইলেন ম্যানইউ কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2020 05:32 PM BdST Updated: 28 Jan 2020 05:32 PM BdST
মৌসুম জুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্সের কারণে প্রায়ই তোপের মুখে পড়ছেন দলটির কোচ উলে গুনার সুলশার। ঘরের মাঠে ৫৭ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে বার্নলির বিপক্ষে হারের পর জোরালো হয়েছে সেই সমালোচনা। এমন অবস্থায় ধারাবাহিক সাফল্যের জন্য সময় চেয়েছেন নরওয়ের এই কোচ।
ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার ২-০ গোলে বার্নলির বিপক্ষে হারে ইউনাইটেড। শীর্ষ লিগে ১৯৬২ সালের পর ইউনাইটেডের মাঠ থেকে প্রথম জয় নিয়ে ফিরে বার্নলি।
চলতি মৌসুমে এটা ইউনাইটেডের অষ্টম হার। সব প্রতিযোগিতা মিলে শেষ সাত ম্যাচে জয় মোটে দুটি। ২৪ ম্যাচে ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টারের দলটি। চারে থাকা চেলসির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।
২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর গত মৌসুমে তাদের প্রথম শিরোপা এনে দেন জার্মান কোচ ক্লপ। সাফল্যের প্রশ্নে তার উদাহরণ দিয়ে সময় চান সুলশার।
“অবশ্যই, আপনারা দেখতে পারেন যে অন্য দলগুলো ভালো করেছে। ইয়ুর্গেন (ক্লপ) তার দল গড়ে তুলতে চার বছর সময় নিয়েছে। আর এখন তারা ভালো করছে। আমি এটা অনেকবার বলেছি। রাতারাতি কিছুই ঠিক হবে না।”
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ