মার্তিনেলির মাঝে রোনালদোর ছায়া দেখছেন রোনালদিনিয়ো

আর্সেনালে যোগ দিয়ে প্রথম ছয় মাসেই নজরকাড়া ফুটবলে নিজের জাত চিনিয়েছেন গাব্রিয়েল মার্তিনেলি। তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দেখে সাবেক সতীর্থ ‘দ্য ফেনোমেনন’ রোনালদোকে মনে পড়ছে দেশটির আরেক বিশ্বকাপ জয়ী তারকা রোনালদিনিয়োর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 09:31 AM
Updated : 28 Jan 2020, 09:31 AM

গত গ্রীষ্মকালীন দলবদলে ব্রাজিলের ক্লাব ইতুয়ানো থেকে মার্তিনেলিকে দলে ভেড়ায় আর্সেনাল। চেলসির বিপক্ষে গত সপ্তায় লিগে ২-২ ড্র ম্যাচে নিজেদের অর্ধ থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নিকোলাস আনেলকার পর আর্সেনালে প্রথম টিনএজার হিসেবে এক মৌসুমে কমপক্ষে দশ গোল করলেন তিনি।

দারুণ এই পারফরম্যান্সে ক্লাব সমর্থকদের পাশাপাশি রোনালদিনিয়োর নজর কেড়েছেন মার্তিনেলি।

“ব্রাজিলিয়ান হিসেবে আমরা তাকে (মার্তিনেলি) এবং তার ভবিষ্যত নিয়ে দারুণ উচ্ছ্বসিত। মেধা থাকা একটা ব্যাপার-তবে ১৮ বছর বয়সে আত্মবিশ্বাস থাকাটা আরেকটা বিষয়।”

“সে আমাকে ইউরোপে রোনালদোর প্রথম মৌসুমের কথা মনে করিয়ে দিয়েছে, যখন সে (রোনালদো) ৩০ গোল করেছিল। সবাই ভাবছিল: ‘কে এই ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান বালক?’”

“আমি নিশ্চিত, দ্রুত ব্রাজিল দলে তার অভিষেক হবে এবং সে প্রস্তুত। ইতিহাস বলে, জাতীয় দলে কখনও বয়স বিবেচিত হয় না।”