বার্সাকে ৩ পয়েন্ট পেছনে ফেলল রিয়াল

আগের দিন বার্সেলোনা হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের জন্য মঞ্চ ছিল প্রস্তুত। রিয়াল ভাইয়াদলিদ দারুণ লড়াই করলেও মাদ্রিদের ক্লাবটিকে শেষ পর্যন্ত আটকাতে পারেনি। দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 09:56 PM
Updated : 26 Jan 2020, 10:44 PM

লা লিগায় রোববার রাতে পয়েন্ট টেবিলের নিচের দিকের দলটির মাঠে ১-০ গোলে জিতেছে রিয়াল। একমাত্র গোলটি করেন নাচো ফের্নান্দেস।

এই জয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।

অগাস্টে লিগে প্রথম দেখায় রিয়ালকে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দিয়েছিল ভাইয়াদলিদ।

ম্যাচের দ্বাদশ মিনিটে সেট পিসে গোলমুখে বল পেয়ে হেডে জালে পাঠিয়েছিলেন কাসেমিরো। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও বিরতির আগে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি জিদানের দল।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। তবে রদ্রিগোর জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। ৬৭তম মিনিটে তরুণ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দারুণ ক্রসে করিম বেনজেমার হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

একের পর এক আক্রমণ করেও মিলছিল না গোলের দেখা। অবশেষে ৭৮তম মিনিটে মেলে সাফল্যের দেখা। ডান দিক থেকে টনি ক্রুসের বাড়ানো ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন নাচো।

শেষ দিকে ভাইয়াদলিদও একবার জালে বল পাঠিয়েছিল। তবে পরিষ্কার অফসাইডে ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড গুয়ার্দিওলা।

২১ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৬। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৪৩।

৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া।