দলের পারফরম্যান্সে ঘাটতি দেখছেন বার্সা কোচ

ভালেন্সিয়ার কাছে হারের পর হতাশা প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। দলের পারফরম্যান্সে ঘাটতি দেখছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 08:33 AM
Updated : 26 Jan 2020, 10:26 AM

লা লিগায় শনিবার স্থানীয় সময় বিকেলে ভালেন্সিয়ার মাঠে ২-০ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ব্যবধান বাড়ান মাক্সি গোমেস।

সবশেষ ছয় ম্যাচে বার্সেলোনার জয় কেবল দুটি। নতুন কোচ সেতিয়েনের অধীনে সব প্রতিযোগিতা মিলে তৃতীয় ম্যাচেই হারের স্বাদ পেল কাতালান দলটি। আগের দুই ম্যাচে কষ্টের জয় নিয়ে মাঠে ছাড়ে তারা।

হারের কারণ হিসেবে গোল করতে না পারাকে বড় করে দেখছেন সেতিয়েন।

“বাস্তবতা হলো, আমরা এই ম্যাচে ভালো খেলিনি। বিশেষ করে প্রথমার্ধে। আমরা গোলের পথ খুঁজে পাইনি। এছাড়াও আরো কিছু বিষয় আমরা ঠিকঠাকভাবে করিনি। এরপর ভালেন্সিয়া আমাদের ভুলের সুযোগ নিয়েছে।”

অবশ্য পারফম্যান্স খারাপ হলেও খেলোয়াড়দের মনোযোগের অভাব দেখছেন না ৬১ বছর বয়সী কোচ।

“সমস্যাটা মনোভাবে নয়, তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধই দেখাচ্ছিল। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। আমরা প্রচুর অর্থহীন পাস দিয়েছি, কেবল দিতে হয় তাই।”

লিগে চলতি মৌসুমে ২১ ম্যাচে বার্সেলোনার এটি চতুর্থ হার। ১৩ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে রিয়াল ভাইয়াদলিদকে হারিয়ে তালিকার শীর্ষে ওঠার সুযোগ আছে জিনেদিন জিদানের দলের।