বঙ্গবন্ধু গোল্ড কাপের মুকুট ধরে রাখল ফিলিস্তিন

বুরন্ডিকে উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শ্রেষ্টত্ব ধরে রেখেছে ফিলিস্তিন। প্রথম দল হিসেবে প্রতিযোগিতায় টানা দুটি শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 11:57 AM
Updated : 25 Jan 2020, 02:27 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ষষ্ঠ আসরের ফাইনালে ৩-১ গোলে জিতে ফিলিস্তিন। অপরাজিত থেকে শিরোপার স্বাদ নিল দলটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা-দুটি দলকেই ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে আসে ফিলিস্তিন। সেরা চারের লড়াইয়ে সিশেলসকে ১-০ গোলে হারায় তারা। 

শুরু থেকে আক্রমণাত্মক খেলা ফিলিস্তিন তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। মোহামেদ দারউইসের আড়াআড়ি পাস থেকে সালেম খালেদ প্লেসিং শটে জাল খুঁজে নেন। দশম মিনিটে সামেহ মারাবা ব্যবধান দ্বিগুণ করেন।

২৬তম মিনিটের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিন। খালেদের শট পোস্টে লেগে ফেরার পর লেখ খারৌব ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো গোল পায় বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠে আসা বুরুন্ডি। ফিলিস্তিনের এক ডিফেন্ডারের গায়ে বল লেগে আক্রমণ প্রতিহত হওয়ার পর এনডিকুমানা আসমান নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।

টানা তিন জয়ে ফাইনালের মঞ্চে উঠে আসা বুরুন্ডি বাকিটা সময়ে আর ফিলিস্তিনের জালের নাগাল পায়নি। প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

সর্বোচ্চ (৭টি) গোলদাতা ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বুরুন্ডির ফরোয়ার্ড এনশিমিরিমানা জসপিন।