রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে চতুর্থ রাউন্ডে ফেদেরার

রোমাঞ্চকর লড়াইয়ের শুরুটা করলেন হার দিয়ে। ঘুরে দাঁড়ালেন দারুণভাবে, ম্যাচ গড়ালো পঞ্চম সেটে। টাইব্রেকারে বড় ব্যবধানে পিছিয়ে হারের শঙ্কায় পড়েছিলেন রজার ফেদেরার। শেষ পর্যন্ত অবশ্য জয় হয়েছে অভিজ্ঞতার। স্নায়ুচাপ ধরে রেখে যুক্তরাষ্ট্রের জন মিলম্যানকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন ছয়বারের চ্যাম্পিয়ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 02:05 PM
Updated : 26 Jan 2020, 01:48 PM

মেলবোর্ন পার্কে শুক্রবার চার ঘণ্টা তিন মিনিটের লড়াইয়ে ৪-৬, ৭-৬ (৭-২), ৬-৪, ৪-৬, ৭-৬ (১০-৮) গেমে জেতেন রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে এটি তার শততম জয়।

টাইব্রেকারে এক পর্যায়ে ৮-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। এরপর টানা ছয় পয়েন্ট নিয়ে শেষ হাসি হাসেন তিনি।

শেষ ষোলোয় ফেদেরারের প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুচোভিচ।

চতুর্থ রাউন্ডের টিকেট পেতে তেমন বেগ পেতে হয়নি বর্তমান ও প্রতিযোগিতার রেকর্ড সাত বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৮৫ মিনিটে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান ১৬ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়ান তারকা।

শেষ ষোলোয় দুই নম্বর বাছাই জোকোভিচের প্রতিপক্ষ আর্জেন্টিনার চতুর্দশ বাছাই দিয়েগো শয়ার্টসমান।

২০১৯ সালের এটিপি ফাইনালস জয়ী ও গ্রিসের ষষ্ঠ বাছাই স্তেফানোস সিৎসিপাসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন কানাডার মিলোস রাওনিচ।

মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের ১৫ বছরের কিশোরী কোকো গাউফ। চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন নারী এককের এক নম্বর তারকা অ্যাশলি বার্টি ও গতবারের ফাইনালিস্ট পেত্রা কেভিতোভা।

তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও ২০১৮ সালের বিজয়ী কারোলিন ওজনিয়াকি।