হতাশায় ক্যারিয়ার শেষ ওজনিয়াকির

হার দিয়ে ক্যারিয়ার শেষ হলো কারোলিন ওজনিয়াকির। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওন্স জাবেরের বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন মেয়েদের সাবেক এক নম্বর খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 10:51 AM
Updated : 26 Jan 2020, 12:20 PM

মেলবোর্ন পার্কে শুক্রবার তৃতীয় রাউন্ডে লড়াই করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি ২৯ বছর বয়সী ওজনিয়াকি। ক্যারিয়ার জুড়ে যেই ফোরহ্যান্ড এরর-এ বারবার ভুগেছেন তিনি, তার শেষটাও হলো ওই ভুলেই। ম্যাচ হেরে যান ৭-৫, ৩-৬, ৭-৫ গেমে।

ম্যাচ শেষ তাই যেন কিছুটা মজা করে বললেন, “শেষ ম্যাচটা যেন এমনই হওয়ার ছিল-তিন সেটের লড়াই এবং আমার ক্যারিয়ার শেষ হবে ফোরহ্যান্ড এরর-এ, ক্যারিয়ার জুড়ে আমি এগুলোই অনুশীলন করেছি।”

“মনে হয়, এটা এমনই হওয়ার ছিল। দারুণ এক পথচলার শেষ হলো।”

৭১ সপ্তাহ মেয়েদের এককে  র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ওজনিয়াকি। ডব্লিউটিএ শিরোপা জিতেছেন ৩০টি।

ইউএস ওপেনের ফাইনালে দুইবার হারের পর অস্ট্রেলিয়ান ওপেন জিতেন ২০১৮ সালে; প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে। ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম ওই একটিই।