৫৭ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে বার্নলির জয়োৎসব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2020 04:15 AM BdST Updated: 23 Jan 2020 04:28 AM BdST
মৌসুম জুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেড ধাক্কা খেল আবারও। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ঘরের মাঠে বার্নলির বিপক্ষে হেরেছে উলে গুনার সুলশারের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। শীর্ষ লিগে ১৯৬২ সালের পর ইউনাইটেডের মাঠ থেকে জয় নিয়ে ফিরল বার্নলি। গোল দুটি করেন ক্রিস উড ও জে রদ্রিগেজ।
টানা দ্বিতীয় হারে পয়েন্ট তালিকার চারে থাকা চেলসির সঙ্গে ইউনাইটেডের ব্যবধান দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। আগের ম্যাচে তারা লিভারপুলের কাছে হেরেছিল ২-০ গোলে।
অন্যদিকে, টানা চার ম্যাচ হারের পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে অবনমন অঞ্চল থেকে অনেকটা উপরে উঠে এলো বার্নলি। আগের ম্যাচে তারা লেস্টার সিটিকে হারিয়েছিল ২-১ গোলে।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও প্রতিপক্ষের ডি-বক্সে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দারুণ সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন অঁতনি মার্শিয়াল ও হুয়ান মাতা। ড্যানিয়েল জেমসের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্নলি গোলরক্ষক।
৩৯তম মিনিটে ধারার বিপরীতে গোল পেয়ে যায় সফরকারীরা। ডি-বক্সে ফ্রি-কিক থেকে উড়ে আসা বল হেডে উডকে বাড়ান ডিফেন্ডার বেন মি। কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন নিউ জিল্যান্ড ফরোয়ার্ড উড।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ইউনাইটেড চাপ বাড়ালেও আর ঘুরে দাঁড়াতে পারেনি।
৫৬তম মিনিটে উডের বাড়ানো বল পেয়ে ডান পায়ের উঁচু শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ।
৯০তম মিনিটে হেডে জালে বল জড়িয়েছিলেন লুক শ। তবে এর আগে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করায় গোল দেননি রেফারি। হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।
২৪ ম্যাচে ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে ম্যানচেস্টারের দলটি।
আরেক ম্যাচে নরিচ সিটিকে ২-১ ব্যবধানে হারানো টটেনহ্যাম হটস্পারও একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে ষষ্ঠ স্থানে।
ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া লেস্টার সিটি ৪৮ পয়েন্ট নিয়ে আছে তিনে।
৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পযেন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে বার্নলি।
৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ