২০১৯ সালে ট্রান্সফার ফির রেকর্ড

ফুটবলের দল-বদলে ২০১৯ সাল যোগ করেছে নতুন মাত্রা। হয়েছে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড। ফিফার প্রতিবেদন অনুযায়ী, পুরুষদের ফুটবলে গেল বছরে খেলোয়াড় কিনতে রেকর্ড ৭৩৫ কোটি মার্কিন ডলার খরচ করেছে ক্লাবগুলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 05:12 PM
Updated : 22 Jan 2020, 05:12 PM

বিশ্ব জুড়ে ফুটবলার কিনতে ২০১৮ সালের খরচের তুলনায় যা ৫.৮ শতাংশ বেশি।

পুরুষ ফুটবলে মোট ১৮ হাজার ৪২টি দল-বদল হয়েছে, এটিও রেকর্ড। এই দল-বদলগুলো হয়েছে ১৭৮টি ভিন্ন দেশের ১৫ হাজার ৪৬৩ খেলোয়াড় নিয়ে।

মেয়েদের ফুটবলেও বেড়েছে অঙ্কটা, ১৬.৩ শতাংশ। যেখানে দল-বদলে অধিকাংশ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের, প্রায় ২০ শতাংশ, মোট দল-বদল হয়েছে ৮৩৩টি।

আন্তর্জাতিক দল-বদলে সবচেয়ে বেশি ব্রাজিলের ৩০৬ ক্লাবের খেলোয়াড় নতুন ঠিকানায় গেছে। দ্বিতীয় সর্বোচ্চ জার্মানির ১৪৪, স্পেনের ১৩০ ও ইংল্যান্ডের ১২৮টি ক্লাবের খেলোয়াড় বিক্রি হয়েছে।