আগুয়েরোর গোলে সিটির কষ্টের জয়

বল দখলে এগিয়ে থাকলেও মিলছিল না গোলের দেখা। বিরতির আগে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হলেন গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বদলি নেমে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন সের্হিও আগুয়েরো। প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 09:31 PM
Updated : 21 Jan 2020, 10:41 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ৭৩তম মিনিটে একমাত্র গোলটি করেন আগুয়েরো।

আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্র করা একাদশে সাতটি পরিবর্তন আনেন গুয়ার্দিওলা। গোলরক্ষক এদেরসন, ফের্নান্দিনিয়ো, কেভিন ডে ব্রুইনে ও রাহিম স্টার্লিং শুধু জায়গা ধরে রাখেন।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৬তম মিনিটে রিয়াদ মাহরেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিকে জেসুসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন শেফিল্ড গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় সিটি। ৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ছয় মিনিট পর ডে ব্রুইনের দুর্দান্ত এক ক্রসে ছোট ডি-বক্সের ভেতর থেকে টোকা দিয়ে জাল খুঁজে নেন আগুয়েরো।

দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড শেষ তিন ম্যাচে এ নিয়ে করলেন ছয় গোল। অ্যাস্টন ভিলার মাঠে হ্যাটট্রিকের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে করেছিলেন দুই গোল।

গোলে অবদান রেখে দারুণ এক কীর্তি গড়েছেন ডে ব্রুইনেও। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন মৌসুমে অবদান রাখলেন সতীর্থদের ১৫টির বেশি গোলে।

এই জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রইল গুয়ার্দিওলার দল। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।