হারের চক্রে ক্যারিয়ার নিয়ে অনিশ্চিত শারাপোভা

টেনিস কোর্টে একের পর এক ব্যর্থতায় ভীষণ হতাশ হয়ে পড়েছেন মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ার পর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তা প্রকাশ করেছেন রুশ তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 08:50 AM
Updated : 21 Jan 2020, 09:07 AM

২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী শারাপোভা মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি। তাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ক্রোয়েশিয়ার দোনা ভেকিচ।

গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের পর কাঁধের চোটের কারণে অধিকাংশ সময় বাইরে ছিলেন শারাপোভা। মাত্র দ্বিতীয় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেখানে এই পরাজয়ে ৩২ বছর বয়সী তারকার র‌্যাঙ্কিংয়ে সাড়ে তিনশ’র বাইরে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে।

আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনে তাকে দেখা যাবে কি-না, ম্যাচের পর এমন এক প্রশ্নের জবাবে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী বলেন, “আমি জানি না, জানি না।”

“আগামী ১২ মাসে কি হবে, তা বলা আমার জন্য কঠিন।”

ওয়াইল্ডকার্ড পেয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পেয়েছিলেন শারাপোভা। মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় ২০১০ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন।

এই নিয়ে নিজের খেলা গত তিনটি গ্র্যান্ড স্ল্যামের প্রতিটিতেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন শারাপোভা।