পিএসজি ‘ছাড়তে চান’ কাভানি

অভিজ্ঞ ফরোয়ার্ড এদিনসন কাভানি ক্লাব ছাড়তে চান বলে জানিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 05:23 PM
Updated : 20 Jan 2020, 05:23 PM

উরুগুয়ের এই ফুটবলারের জন্য আতলেতিকো মাদ্রিদের একটি প্রস্তাব আছে বলেও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। তবে দলের স্বার্থে এই মুহূর্তে পরীক্ষিত সৈনিককে ছাড়তে রাজি নন পিএসজি কোচ টমাস টুখেল।

চলতি মৌসুমে ধারে ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি প্যারিসে আসার পর থেকে একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন কাভানি। মৌসুমে মাত্র ১৪ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

বেশ কিছুদিন ধরে ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন, ক্লাব ছাড়তে চান কাভানি। লিওনার্দোর কথায় সেটাই সত্যি হলো।

“এটা সত্যি যে সে আজকে ক্লাব ছাড়তে চেয়েছে। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। এটাও সত্যি যে আতলেতিকো থেকে একটা প্রস্তাব আছে।”

২০১৩ সালে পিএসজিতে যোগ দেওয়া কাভানি সব প্রতিযোগিতা মিলে ক্লাবটির হয়ে করেছেন ১৯৮ গোল।

এদিকে শিরোপা জয়ের লক্ষ্য পূরণে কাভানিকে দরকার বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন টুখেল।

“আমি এ নিয়ে অনেক কথা বলেছি। বারবার একই বিষয়ে কথা বলব না। যদি আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে চাই-যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই। কাভানি থাকলেই সেটা সবচেয়ে বেশি সম্ভব।”