অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ

সহজ জয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন রজার ফেদেরার। তবে দ্বিতীয় রাউন্ডের টিকেট পেতে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 01:57 PM
Updated : 20 Jan 2020, 05:35 PM

যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে সোমবার ৬-৩, ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা ফেদেরার। প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়ন এই সুইস কিংবদন্তি এ নিয়ে টানা ২২তম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিলেন।

একই দিনে মেলবোর্ন পার্কে ১৬ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফকে হারান ৭-৬ (৭-৫), ৬-২, ২-৬, ৬-১ গেমে। ২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে কোনো সেট হারলেন টুর্নামেন্টের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ।

নারী এককে ফেভারিটের মতোই আসর শুরু করেছেন সেরেনা উইলিয়ামস। রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার অভিযান শুরু করেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন সময় নেন মাত্র ৫৮ মিনিট।

ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মেয়েদের এককের শীর্ষ তারকা অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। গতবার ফ্রেঞ্চ ওপেন জেতা বার্টি ১২০তম র‌্যাঙ্কধারী ইউক্রেনের লেসিয়া সুরেনকোকে হারান ৫-৭, ৬-১, ৬-১ গেমে।

দ্বিতীয় রাউন্ডে উঠেছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নওমি ওসাকাও। তৃতীয় র‌্যাঙ্কধারী জাপানের এই তারকা চেক রিপাবলিকের মারি বাজকোভাকে হারান ৬-২, ৬-৪ গেমে।

গতবারের রানার-আপ পেত্রা কেভিতোভা ৫১ মিনিটে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন চেক রিপাবলিকের কাতেরিনা সিনিয়াকোভাকে।