আর্সেনালের বাজে সময় চলছেই

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া আর্সেনাল এবার হোঁচট খেল ঘরের মাঠে। মিকেল আর্তেতার দলকে রুখে দিয়েছে নবাগত শেফিল্ড ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 04:58 PM
Updated : 18 Jan 2020, 07:15 PM

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। প্রথমার্ধের শেষ সময়ে স্বাগতিকদের এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেলি। ম্যাচের শেষ দিকে স্কোরলাইনে সমতা আনেন সফরকারী মিডফিল্ডার জন ফ্লেক।

ঘরের মাঠে শেষ আট লিগ ম্যাচে আর্সেনাল জিতেছে মাত্র একটিতে। নতুন কোচ আর্তেতার অধীনে ছয় ম্যাচে জয় মাত্র দুটি। আগের ম্যাচে তারা ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ ড্র করেছিল। সেই ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ায় এদিন দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

নিষ্প্রাণ প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় আর্সেনাল। ৪৫তম মিনিটে বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে তরুণ ইংলিশ মিডফিল্ডার বুকায়ো সাকো ছোট ডি-বক্সে উঁচু করে বল বাড়ান। ডান পায়ের সহজ টোকায় তা জালে জড়িয়ে দেন মার্তিনেলি।

৫৭তম মিনিটে সমতায় ফিরতে পারত শেফিল্ড। কিন্তু ফ্লেকের হেড গোললাইন থেকে ফেরান গ্রানিত জাকা।

সময়ের সাথে স্বাগতিক রক্ষণে চাপ বাড়াতে থাকা শেফিল্ড জালের দেখা পায় ৮৩তম মিনিটে। ডি-বক্সের মধ্য থেকে ফ্লেকের বাঁপায়ের কোনাকুনি ভলি গোলরক্ষককে ফাঁকি দেয়।

২৩ ম্যাচে ৬ জয় ও ১১ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে চারে থাকা চেলসির চেয়ে ‘গানার্স’ নামে পরিচিত দলটি ১০ পয়েন্ট পিছিয়ে। ২৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সাতে শেফিল্ড ইউনাইটেড।

একই সময়ে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-২ ড্র করা ম্যানচেস্টার সিটি ৪৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল।