জামালের চোট নিয়ে দোলাচলে বাংলাদেশ

ফিলিস্তিন ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জামাল ভূইয়া। অধিনায়কের চোট অবশ্য মারাত্মক নয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশের টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জামালকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 12:06 PM
Updated : 18 Jan 2020, 12:07 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিকাল ৫টায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠতে হলে জিততে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুটি দলই নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হারে একই ব্যবধানে; ২-০ গোলে।

শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে অনুশীলন করে দল। সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি জামাল। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া এই মিডফিল্ডারের ব্যাপারে সিদ্ধান্ত রোববার সকালে নেওয়া হবে বলে জানান রুপু।

“জামালের চোট মারাত্মক নয়। তার হ্যামস্ট্রিংয়ে টান পড়েনি। একটু গুঁতো লেগেছিল। তাকে অনুশীলনে নামিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ। সতর্কতার কারণে কোচ তাকে অনুশীলন করাননি। বিশ্রাম দিয়েছে রিকভারির জন্য।”

“তারপরও তাকে খেলানোর বিষয়টি এখনও নিশ্চিত নয়। কাল সকালে ট্রেনিংয়ের সময় বোঝা যাবে সে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার মতো ফিটনেস তার আছে কিনা।”

“ফুটবল এগারো জনের খেলা। জামাল খেলতে না পারলে অন্য যারা আছে তারা সুযোগ পাবে। কোচও সে অনুযায়ী দল সাজাবেন।”