ম্যানইউ ছেড়ে ইন্টারে ইয়ং

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ছয় মাসের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দিয়েছেন ডিফেন্ডার অ্যাশলে ইয়ং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 11:48 AM
Updated : 18 Jan 2020, 12:14 PM

শুক্রবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে ইতালির ক্লাবটি। চুক্তিতে মেয়াদ আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

গণমাধ্যমের খবর, এই চুক্তির জন্য ১৫ লাখ ইউরো গুণতে হয়েছে ইন্টারকে। ৩৪ বছর বয়সী ইয়ং ক্যারিয়ারের শুরুতে উইঙ্গার থাকলেও পরে হয়ে যান পুরোদস্তুর ডিফেন্ডার। এই মৌসুম শেষে ইউনাইটেডে চুক্তির মেয়াদ শেষ হতো ইংলিশ এই ফুটবলারের।

২০১১ সালে ইউনাইটেডে যোগ দেওয়া ইয়ং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৯টি ম্যাচ। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষবারের মতো দেশের হয়ে মাঠে নামেন তিনি। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে হেরে ছিটকে যায় ইংলিশরা।