লং জাম্পে সেরা আল আমিন

জাতীয় অ্যাথলেটিক্সের লং জাম্পে সেরা হয়েছেন এম আল আমিন। দক্ষিণ এশিয়ান গেমসের চেয়েও কম দুরত্ব অতিক্রম করেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2020, 01:59 PM
Updated : 17 Jan 2020, 01:59 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার ৭ দশমিক ৩৭ মিটার অতিক্রম করে সেরা হন আল আমিন। কাঠমান্ডু-পোখারার এসএ গেমসে ৭ দশমিক ৬০ মিটার অতিক্রম করে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। মেয়েদের লং জাম্পে সেরা হয়েছেন নৌবাহিনীর রিংকি খাতুন (৫ দশমিক ৩৯ মিটার)।

মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১৪ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর তামান্না আক্তার প্রথম হয়েছেন। ছেলেদের বিভাগে সেনাবাহিনীর মজিবুর রহমান ১৫ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন।

ছেলেদের ৪০০ মিটারে নৌবাহিনীর জহির রায়হান (৪৮ দশমিক ৬০ সেকেন্ড) সেরা হয়েছেন। মেয়েদের বিভাগে প্রথম হয়েছেন একই দলের সাবিয়া আল সোহা (৫৯ সেকেন্ড)।

জ্যাভলিন থ্রোয়ে ছেলেদের বিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ মনিরুজ্জামান (৫৯ দশমিক ৯০ মিটার) আর মেয়েদের বিভাগে একই দলের পাপিয়া আক্তার (৩৭ দশমিক ৭৬ মিটার) প্রথম হয়েছেন।

৪ মিনিট ১০ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ১৫০০ মিটারে সেরা হয়েছেন মোহাম্মদ আল আমিন।