৩ বছরে সেরেনার প্রথম

মা হওয়ার পর তিন বছরের মধ্যে প্রথম শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনালে হারিয়েছেন স্বদেশি জেসিকা পেগুলাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 11:29 AM
Updated : 12 Jan 2020, 11:29 AM

রোববার শিরোপা লড়াইয়ে ৬-৩, ৬-৪ গেমে জেতেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথম কোনো শিরোপা জিতলেন যুক্তরাষ্ট্রের এই তারকা। সব মিলে এটি তার ৭৩তম ডব্লিউটিএ শিরোপা।

এই টুর্নামেন্ট জিতে পাওয়া প্রাইজ মানির পুরোটাই অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দান করে দেওয়ার কথা জানিয়েছেন সেরেনা। চ্যাম্পিয়ন হয়ে ৪২ হাজার ডলার জিতেছেন তিনি।

২০১৮ ও ২০১৯ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে হারেন ৩৮ বছর বয়সী তারকা। ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানি রয়েছে সেরেনার সামনে।