মিলানের জয়ে ইব্রাহিমোভিচের গোল

পুরনো ঠিকানায় ফিরে গোলের খাতা খুলতে একদমই সময় নিলেন না জ্লাতান ইব্রাহিমোভিচ। এসি মিলানে দ্বিতীয় মেয়াদে প্রথম শুরুর একাদশে নেমেই জালের দেখা পেলেন অভিজ্ঞ সুইডিশ এই স্ট্রাইকার। কাইয়ারিকে সহজেই হারাল সেরি আর অন্যতম সফল দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 06:39 PM
Updated : 11 Jan 2020, 06:39 PM

লিগে শনিবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে মিলান। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন রাফায়েল ও ইব্রাহিমোভিচ।

৪৬তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েলের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৬৪তম মিনিটে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। তবে অফ-সাইডের কারণে গোলের বাঁশি বাজাননি রেফারি।

‘ফ্রি এজেন্ট’ হিসেবে ডিসেম্বরে ছয় মাসের চুক্তিতে মিলানে ফেরেন ইব্রাহিমোভিচ। এর আগে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত ইতালির অন্যতম সফল ক্লাবটিতে ছিলেন সুইডিশ তারকা। ওই সময়ে ক্লাবটির হয়ে করেছিলেন ৬১ লিগ ম্যাচে ৪২ গোল।