বার্নলির বিপক্ষে চেলসির দাপুটে জয়

বিরতির আগে জাল খুঁজে নিলেন জর্জিনিয়ো ও ট্যামি আব্রাহাম। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ালেন ক্যালাম হাডসন-ওডোই। ঘরের মাঠে বড় জয় পেল চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 05:44 PM
Updated : 11 Jan 2020, 07:47 PM

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ৩-০ গোলে হারায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। আগের রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে শুরুতে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল চেলসি।

শুরুতে কিছুটা সময় চেলসিকে আটকে রাখতে সক্ষম হয়েছিল বার্নলি। তবে তাদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭তম মিনিটে সফল স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে নেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। উইলিয়ান ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন আব্রাহাম। ৩৮তম মিনিটে রিস জেমসের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হাডসন-ওডোই। সেসার আসপিলিকুয়েতার ক্রসে বল পেয়ে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড।

দিনের আরেক ম্যাচে নরিচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ ড্র করে আর্সেনাল।

এই জয়ে ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই রইল চেলসি।